বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেছেন, আমরা ব্যবসায়ীরা বারবারই আঘাত পাই, পিছিয়ে যাই রাজনীতির কারণে। এসব থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ীরা সরকারের দিকে তাকিয়ে আছে।
আজ শনিবার রাজধানীর হোটেল লেক শোরে রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট (আরএটিআরআই) আয়োজিত সহিংসতা, জঙ্গিবাদ, সংলাপ ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল আলোচনার তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারকেই এই সহিংসতা ঠেকাতে হবে। সময় অনেক গড়িয়ে গেছে। আর অপেক্ষা করার কোন সুযোগ নেই।
আজিম আরও বলেন, ব্যবসায়ীদের রাস্তায় নামার কথা না। কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মামলা করেছি। কোন ফল পাইনি।
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ, ২০১৫/ রশিদা