বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নির্মিত পর্যটন বিষয়ক টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) 'বিউটিফুল বাংলাদেশ-ল্যান্ড অফ স্টোরিজ' জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিন, ২০১৫- এ বেস্ট ফিল্ম মেকিং ক্যাটাগরিতে 'ডায়মন্ড অ্যাওয়ার্ড' পুরস্কার পেয়েছে। গত ৫ মার্চ বার্লিনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মেলা কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক অঞ্জলী রানী চক্রবর্তী, নির্বাহী কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলামসহ মেলায় অংশগ্রহণকারী বেসরকারি ট্যুর অপারেটরবৃন্দ।
প্রসঙ্গত, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নির্মিত ওই টেলিভিশন কমার্শিয়ালটি ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৫/ এস আহমেদ