সমাজে নারীর সম্মান মানসিকতার বৃত্তে আটকে আছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রবিবার বিকেলে রাজধানীর এসিআই সেন্টার কনফারেন্স হলে ‘আজকের নারী-২০১৫’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এসিআই’র সহযোগিতায় ক্যানভাস, পারসোনা, স্যাভলন ফ্রিডম এর উদ্যোগে নয়জন সফল নারীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীর অগ্রযাত্রায় নারীরা অনেক এগিয়েছে। এতো অগ্রযাত্রার পরও অর্জন তেমন নেই।
তিনি বলেন, সমাজে নারীর প্রতি আমাদের মানসিকতার পরিবর্তন না হওয়ায় অগ্রযাত্রা থমকে আছে। এজন্য নারীকে সম্মান দিতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সবক্ষেত্রে নারীরা বিচরণ করছেন। কিন্তু নারীর ক্ষমতায়ন কতটুকু হয়েছে তার হিসেব কষতে হবে। নারীর অধিকার নিশ্চিতে শুধু মুখে নয়, কাজেও দেখাতে হবে।
অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, এসিআই সল্ট’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, পারসোনা’র ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ক্যানভাস’র নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব