বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে চাঁদপুর সদর উপজেলার চন্দ্রা এলকায় পেট্রলবোমায় দগ্ধ ট্রাকমালিক খন্দকার শরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন।
রবিবার বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (বার্ন ইউনিট) পার্থ শঙ্কর পাল শরিফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেট্রলবোমায় ট্রাকমালিক খন্দকার শরিফুল ইসলামের ৮৮ শতাংশ পুড়ে গেয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টায় তিনি মারা গেছেন।
উল্লেখ্য, ১৮ মার্চ সন্ধ্যার দিকে চাঁদপুরের চন্দ্রায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করলে ঘটনাস্থলেই চালক মারা যান। একই সঙ্গে দগ্ধ হন ট্রাকের মালিক শরীফুল ইসলাম। ওই রাতেই শরীফকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৫/মাহবুব