শিরোনাম
- শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারার মামলা বাতিল
- আনোয়ারায় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি প্রেপ্তার
- বগুড়ায় জামায়াতের মতবিনিময় সভা
- ট্রাম্পের জরিমানা শুল্ক নিয়ে চাপের মধ্যেই রাশিয়ার সঙ্গে চুক্তি সই ভারতের
- চীনে ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে ৫ জনের মৃত্যু
- কুড়িগ্রামে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
- কুবিতে শহীদ আব্দুল কাইয়ুমকে স্মরণ
- রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
- কুমিল্লার বুড়িচং-রামপুর সড়কের নাজুক অবস্থা, দুর্ভোগে হাজারো মানুষ
- অর্থ পাচার মামলায় খালাস পেলেন জি কে শামীম
- রাজবাড়ীতে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
- শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ড. ইউনূসের : ফারুক
- লক্ষ্মীপুরে বই উৎসবে মেতেছে শিক্ষক-শিক্ষার্থীরা
- আশিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে : ফারুকী
- ‘আওয়ামী লীগের অপকর্ম আর কাউকে করতে দেওয়া হবে না’
- নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে: গয়েশ্বর চন্দ্র রায়
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৭২ মামলা
- মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- রামগড়ে দুর্গম স্কুলে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
সালাহউদ্দিনকে ফেরত না দিলে কঠিন পরিণতি: খালেদা
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

'নিখোঁজ' বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দ্রুত তার পরিবারের কাছে ফেরত কিংবা আদালতে হাজির করার দাবি জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যথায় ভবিষ্যতে এর জন্য সরকারকে কঠিন পরিণতির সন্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
রবিবার বিকালে প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি করে দেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব ও প্রাক্তন প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর ১২ দিন অতিবাহিত হয়েছে। এখনো তাকে মুক্তি দেওয়া, আদালতে হাজির করা, এমনকি গ্রেফতারের কথা স্বীকার পর্যন্ত করা হচ্ছে না। এতে তার পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও দেশবাসীর মতো আমার উৎকণ্ঠাও সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।’
খালেদা জিয়া বলেন, সালাহ উদ্দিন আহমেদের মত একজন রাজনীতিবিদ এভাবে উধাও হয়ে যাবে আর ক্ষমতাসীনরা সেটা নিয়ে উৎকট রসিকতা করে পার পেয়ে যাবে এমন মনে করার কোনো কারণ নেই। আমি রাজনৈতিক নেতা-কর্মী, মানবাধিকার সংগঠন, বিভিন্ন সমাজশক্তি ও সচেতন নাগরিকদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। কেননা দেশে এখন কেউ-ই নিরাপদ নয় যে কেউ যে কোন সময় গুম কিংবা খুন হয়ে যেতে পারেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গ্রেফতার করার পর নিখোঁজ ও গুম করে ফেলা আওয়ামী সরকারের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রেফতারের কথা অস্বীকারের পর বিভিন্ন জায়গায় (২০ দলীয় জোটের) নেতাকর্মীদের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনাও প্রায়শই ঘটছে। অনেকের পরিবার লাশটি পর্যন্ত ফেরত পায়নি।’
বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলী, লাকসামের সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, ঢাকার নির্বাচিত কমিশনার চৌধুরী আলম এবং লাকসাম পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবীর পারভেজের মতো অনেককে গ্রেফতারের পর তাদেরকে গুম করা হয়েছে। দীর্ঘদিনেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।’
'একটি সভ্য দেশে ক্ষমতার দখলদারি টিকিয়ে রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন গেস্টাপো বাহিনীর মতো ব্যবহার করাকে কোনোমতেই মেনে নেওয়া যায় না’ বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৫/মাহবুব
এই বিভাগের আরও খবর