পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজি এবং ১০ জন পুলিশ সুপারসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অওরঙ্গজেব মাহবুবকে খাগড়াছড়ির কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামকে র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি), এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ড. হাসান উল হায়দারকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমাডেন্ট, সিআইডিতে (চলতি দায়িত্বে) কর্মরত অতিরিক্তি ডিআইজি হাবিবুর রহমানকে নোয়াখালী কমাডেন্ট পিসিসি’র (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে। এছাড়া আরও ১০ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে
বিডি-প্রতিনিধি/২২ মার্চ, ২০১৫/মাহবুব