নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রহিম (৬৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুর রহিম মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের মৃত বানু মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সামান্য জমি নিয়ে আব্দুর রহিমের সঙ্গে চাচাতো ভাই আবুল কাশেমের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সোমবার ভোর রাতে আবুল কাশেম ও তার ভাগ্না আরব আলীসহ বেশ কয়েকজন আব্দুর রহিমের ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুর রহিমের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সঙ্গে আবুল কাশেমের ভাগ্নে আরব আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৫/ রশিদা