বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ ‘নিখোঁজ’ ছাত্রদল নেতাদের সন্ধান ও মুক্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
বিজ্ঞপ্তিতে সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, তেজগাঁও কলেজের হোসাইন কালাচাঁন ও ঝিনাইদহ জেলার মিরাজুল ইসলামসহ নিখোঁজদের সন্ধান ও আটকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একইসঙ্গে ছাত্রদলের সকল শাখার নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সফলভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করারও আহ্বান জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩, মার্চ, ২০১৫/মাহবুব