বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে মিয়ানমারের জলসীমায় একটি ট্রলারে মালয়েশিয়াগামী দুই শতাধিক যাত্রী জিম্মি হয়ে আছে।
সোমবার বিকেলে ট্রলারের এক যাত্রী মুঠোফোনে টেকনাফে কর্মরত স্থানীয় এক সাংবাদিককে এ তথ্য জানান। পরে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড।
ওই যাত্রীর তথ্যমতে, দু’শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে সেন্টমার্টিনের অদূরে মিয়ানমারের জলসীমায় ট্রলারটি পৌছলে জিম্মি করে মানব পাচারকারীরা। বিপন্ন যাত্রীরা খাবার ও পানিশূন্যতায় মরণাপন্ন অবস্থায় রয়েছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী জানান, তথ্য পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড তৎপরতা শুরু করেছে। তারা ওই স্থানে গিয়ে ট্রলারটির খোঁজ পাননি। তবে সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে ট্রলারটি বর্তমানে মিয়ানমারের জলসীমায় অবস্থান করছে। তাই যাত্রীদের উদ্ধার করা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৫/মাহবুব