আগামী ২২ মে থেকে ঢাকা-শিলং-গৌহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।
সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল সড়কপথে যুক্ত হওয়ার কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে ভারতের নয়াদিল্লির পরিবহন ভবনে সে দেশ সফররত বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন, মহাসড়ক ও নৌপরিবহনমন্ত্রী নিতিন গাদকারির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২২ মে ঢাকা-শিলং-গৌহাটি রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরুর বিষয়ে আলোচনা হয়। এ জন্য একটি চুক্তি স্বাক্ষরের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। পাশাপাশি চার দেশের মধ্যে সড়কপথে যোগাযোগের বিষয়টিও আলোচনায় প্রাধ্যান্য পায়।
ভারতের সম্ভাব্য ২য় ঋণ সহায়তার (LOC) আওতায় বিআরটিসির জন্য পাঁচশ ট্রাক, তিনশ ডাবলডেকার বাস, একশ আর্টিকুলেটেড বাস এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে ভারত ইতিবাচক সাড়া দেয়। এ বাদেও ভারতের সহায়তায় রামগড়-সাবরুম পয়েন্টে ফেনী নদীর উপর সেতু নির্মাণ, কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু, আশুগঞ্জ-আখাউড়া সড়ক চারলেনে উন্নীতকরণসহ অন্যান্য বিষয়াদিও সোমবারের বৈঠকে আলোচিত হয়।
তিনি দীর্ঘ প্রত্যাশার স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল ভারতের রাজ্যসভা ও লোকসভায় সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক দল এবং ভারতীয় জনগণকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী জুন মাসে সড়কপথে চার দেশ পরস্পরের সঙ্গে সংযুক্ত হতে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের জন্য চারদেশের সড়ক পরিবহনমন্ত্রী ভুটানের রাজধানী থিম্পুতে মিলিত হবেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন- সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এম. ফিরোজ ইকবাল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব চন্দন কুমার দে, সওজ’র নির্বাহী প্রকৌশলী শিশির কান্তি রাউথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। এ সময় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সালাহ উদ্দিন নোমান চৌধুরী, হাইকমিশনের প্রথম সচিব শেখ শাহরিয়ার মোশাররফ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৫/মাহবুব