মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে দেশটি। তবে বাংলাদেশের পক্ষ থেকে আবারো তাকে ফেরত দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে আব্দুর রাজ্জাকের ছবি ফেসবুকে প্রকাশ করার প্রতিবাদও করেছে বাংলাদেশ।
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মাদ সুফিউর রহমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্টে সেক্রেটারির সঙ্গে শনিবার সাক্ষাৎ করে এই প্রতিবাদ জানান।
অন্যদিকে বিজিবির পক্ষ থেকেও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। এ নিয়ে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) কোনো সাড়া দেয়নি।
১৭ জুন সকালে বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণ করে বিজিপি। এরপর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে তলব করে এ ঘটনার নিন্দা জানায় এবং তাকে ফেরত দেওয়ার আহ্বান জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশি রাষ্ট্রদূত মিয়ানমার কর্তৃপক্ষের কাছে আবারো আব্দুর রাজ্জাককে ফেরত দেওয়ার তাগিদ দিয়েছেন। তবে মিয়ানমার দাবি করেছে আব্দুর রাজ্জাককে তাদের সীমানার মধ্যে আটক করা হয়েছে। দেশটির আইন অনুযায়ী একজন অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই দেখা হচ্ছে তাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরো জানায়, বাংলাদেশি রাষ্ট্রদূত এর বিপরীত দাবি করেছেন এবং তাকে ছেড়ে দেওয়ার তাগিদ দিয়েছেন। রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরিহিত একজন কর্মকর্তার হাতকড়া বাঁধা রক্তাক্ত ছবি ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রকাশ করায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়েক আবদুর রাজ্জাকের দুটি ছবি প্রকাশিত হয়। একটিতে নায়েক আবদুর রাজ্জাককে হাতকড়া পরিয়ে জেনারেটরের সঙ্গে শিকলাবদ্ধ করে রাখা হয়েছে। নায়েক রাজ্জাকের মুখে ও নাকে রক্তের দাগ রয়েছে। অপরটিতে তার সামনে একটি বন্দুক, ২২টি গুলি, চারটি মোবাইল, একটি রাম দা, একটি চাকু, দুটি টর্চলাইটসহ বেশকিছু আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে। দুটি ছবিতেই তাকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে।
প্রকাশিত ছবি দুটি মিয়ানমার কর্তৃপক্ষই প্রকাশ করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/শরীফ