সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১৫ বছরে সারাদেশে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ৪শ' ৯৫ জন নিহত হয়েছেন।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সোমবার টেবিলে উত্থাপিত ইসরাফিল আলমের (নওগাঁ-৬ )এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান । ওবায়দুল কাদের বাংলাদেশ পুলিশের তথ্য উদ্ধৃত করে জানান, ২০০০ সাল থেকে এপ্রিল, ২০১৫ পর্যন্ত মোট ৫৫ হাজার ৩ শ' ১৬টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ৪৫ হাজার ৪শ' ৯৫ জন নিহত হয়েছেন এবং ৩৮ হাজার ৭ শত ৭০ জন আহত হয়েছেন।
মহিলা এমপি বেগম ওয়াসিকা আয়শা খানের অপর এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিআরটিসি’র বহরে বর্তমানে গাড়ির সংখ্যা ১ হাজার ৬শ' ৭০টি। তার মধ্যে ১ হাজার ৫শ' ৩২টি বাস এবং ১৩৮টি ট্রাক রয়েছে। বিআরটিসি’র জন্য নতুন ৩০০টি দ্বিতল ও ১০০টি আর্টিকুলেটেড বাস এবং ৫০০টি ট্রাক সংগ্রহের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।
এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমানে বিআরটিসি’র ১৫৮টি গাড়ি অকেজো আছে। উক্ত গাড়িগুলো আর্থিকভাবে মেরামত লাভজনক না হওয়ায় (বিইআর) ঘোষণা করা হয়েছে। ২০১৩ ও ২০১৫ সালে সহিংস রাজনৈতিক আন্দোলনে বিআরটিসি’র ২০৫টি গাড়ি পোড়ানো এবং ভাংচুর হয়। এছাড়া বিআরটিসিতে মোট ২৯৫টি বাস মেরামতের আওতাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৫/ রশিদা