ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে কলকাতার কাঁকিনাড়া স্টেশনের কাছাকাছি গেলে যাত্রীরা ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে কাঁকিনাড়া স্টেশনে পৌঁছালে দমকলকর্মীরা এসে আগুন নেভায়। তবে এতে কেউ হতাহত হননি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের প্যান্ট্রি কারে এই আগুন লাগে। প্রথমে ট্রেনের যাত্রীরাই ধোঁয়া বের হতে দেখেন। কিন্তু তারা কোনোভাবেই চালককে আগুনের খবর দিতে পারছিলেন না। পরে ট্রেনের কর্মীরা ধোঁয়া দেখতে পেয়ে কাঁকিনাড়া স্টেশনে থামিয়ে দেন। সেখানে দমকলকর্মীরা এসে আগুন নেভায়।
রেল কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়, আগুন নেভানোর পর ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে। এতে কোনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/ এস আহমেদ