পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম তরু (৩৫) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাত ৪টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এালাকায় এ ঘটনার ঘটে। তার বাসা শহরের চরপাড়া এলাকায়। গত ১৭ তারিখ তরু নিখোজ হয় বলে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়।
র্যাবের বরাত দিয়ে সদর থানার ওসি এস এম তারিকুল ইসলাম জানান, বরিশাল থেকে র্যাব-৮ এর একটি দল তরু ও তার সঙ্গিদের ধাওয়া করে। এক পর্যায়ে তরু পালিয়ে পটুয়াখালী শহরের বিসিক শিল্প নগরী এলাকায় গোপন আস্তানায় অবস্থান করে। খবর পেয়ে পটুয়াখালী র্যাব অভিযান চালালে তরু ও তার বাহিনী টের পায়। এক পর্যায়ে তরু র্যাবের উপর গুলি চালায়। তরু ও তার বাহিনী র্যাবকে লক্ষ করে পাল্টা গুলি চালাতে থাকে। এতে তরুর বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তার লাশের পাশ থেকে ২৪ রাউন্ড গুলি, ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬ শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। লাশ পটুয়াখালী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসী তরু পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানায়। এ ছাড়াও শহরে ডাকাতি, খুন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তরু নিখোজের ঘটনায় গত ১৭ জুলাই তার স্ত্রী সদর থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন বলে সদর থানার ওসি এস এম তারিকুল ইসলাম নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/শরীফ/এস আহমেদ