বৈরি আবহাওয়ার কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, নদীতে উত্তাল ঢেউ থাকায় দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার বেলা ১টা থেকে এই দুটি রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে মঙ্গলবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়।
বিআইডব্লিউটিএ'র আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান লঞ্চ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই ২০১৫/ এস আহমেদ