একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় আজ বুধবার ঘোষণা করা হবে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, রায় ঘোষণার জন্য সাকা চৌধুরীর আপিল মামলাটি বুধবারের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে।
এরআগে, উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ৭ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ২৯ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব