মানবতাবিরোধী অপরাধে দোষী প্রমাণিত হলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ ছাড়া অন্য কোনো রায় বাংলার জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একইসঙ্গে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় আপিলেও বহাল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সালাউদ্দিন কাদেরের ফাঁসি বহাল চেয়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, “একাত্তর সালে সাকা চৌধুরী পাকিস্তানের সহচর হিসেবে যে কাজ করেছেন, তা শুধু বাংলাদেশের মানুষই নয়, বিশ্ববাসী জানে। তিনি নিজে যেমন জঘন্যতম অপরাধ করেছেন, অন্যদেরকে অপরাধ করতে উৎসাহ দিয়েছেন।”
মোজাম্মেল হক বলেন, “যুদ্ধাপরাধদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করবে সরকার, আর এরই ধারাবাহিকতায় সালাউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসির মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।”
উল্লেখ্য, ২০১৩ সালের ১ অক্টোবর চট্টগ্রামে হত্যা, গণহত্যা, অপহরণ করে খুনের চারটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি। আগামীকাল বুধবার চূড়ান্ত রায় দেবে আপিল বিভাগ।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব