মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
বুধবার রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, এ রায়ে আমরা খুশি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আনন্দ মিছিল বাতিল করেছি। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দানে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া, মুজাহিদসহ সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকরের দাবি জানান ইমরান এইচ সরকার। সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকরের দাবিতে প্রতি শুক্রবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরীর খালাস চেয়ে করা আপিল আবেদন খারিজ করে বুধবার সকালে ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৫/মাহবুব