‘একদিন না একদিন আমার বাবা নির্দোষ প্রমাণিত হবেন’ বলে মন্তব্য করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
বুধবার সকালে সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায় ঘোষণার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘আমার বাবা নির্দোষ। একদিন না একদিন তা প্রমাণিত হবেই।’
উল্লেখ্য, বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহালের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৫/মাহবুব