খুলনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা ধর্মীয় অনুভুতিতে আঘাত সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৯ নভেম্বর। আজ বুধবার বাদি পক্ষের আইনজীবীরা আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারির জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। আদালতের বিচারক মো. ফারুক ইকবাল আবেদনটি নথিভুক্ত রেখে আগামী ৯ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১৪ সালের ২ অক্টোবর খুলনার মহানগর হাকিমের আমলী আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করেন আইনজীবী এস এম ওয়াছিউর রহমান।
বাদি পক্ষের আইনজীবীরা জানান, কয়েক দফা তারিখ পরিবর্তনের পর আদালত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন এবং আসামিকে ২৯ জুলাই আদালতে হাজিরের নির্দেশ দেন। কিন্তু বুধবার আসামি আদালতে হাজির না হওয়ায় তারা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। আদালত আবেদনটি নথিভুক্ত করে ৯ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই ২০১৫/শরীফ/মাহবুব