সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন কক্সবাজারের দিক থেকে খুলনা ও মংলা সমুদ্র বন্দরের দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।
আজ বৃহস্পতিবার ভোরে পৌনে ৬টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
তবে আগের মতোই চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত এবং মংলা ও পায়রা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়টি বর্তমানে কক্সবাজার সমুদ্র থেকে ৯০ কিলোমিটার উত্তর -পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
৫ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসসহ ঘূর্ণিঝড় কোমেন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর গতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।