অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সম্পন্নভাবে বন্ধ ও টেলিযোগাযোগ খাতকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে গিয়ে তিনি সবার কাছে এ সহযোগিতা প্রত্যাশা করেন।
টেলিযোগাযোগ সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/শরীফ