ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের আউটারে মালবাহী ট্রেনের একটি বগি চার ঘন্টার ব্যবধানে আবারও লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
এর আগে, দুপর ১টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে এই মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে তিন ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।
রেলওয়ের কমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রামগামী একই মালবাহী ট্রেনের একটি বগি আবারও লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ গেছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইনে আনার চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই প্রকৌশলী।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/এস আহমেদ