ঘূর্ণিঝড় 'কোমেন'র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল শুরু করে কর্তৃপক্ষ। তবে আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই দুই নৌরুটে সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল শুরু করতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। প্রতিদিন পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২৫টি ও আরিচা-কাজিরহাট রুটে ১০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই ২০১৫/শরীফ