বান্দরবানের শুয়ালক এলাকায় সেতু দেবে যাওয়ায় জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেতুটি মেরামতের কাজ চলছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ জানান, শনিবার সন্ধ্যা নাগাদ মেরামত কাজ শেষ হতে পারে।
গত সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে পার্বত্যাঞ্চলের বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে। অনেক সড়কে পানি জমে আছে। বন্যার কারণে পুরো জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আজ শুক্রবার সকালেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড় 'কোমেন' আঘাত হানার আশঙ্কায় যেসব লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছিল, বন্যার কারণে তাঁরাও নিজেদের ঘরবাড়িতে ফিরে আসতে পারছেন না।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই ২০১৫/ এস আহমেদ