মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীর মধ্যে শনাক্ত আরো ১৫৯ বাংলাদেশি দেশে ফিরছে ৫ আগস্ট। ওইদিন সকাল সাড়ে ১০টায় মংডুতে বিজিবি ও মিয়ানমারের বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে।
গতকাল ৩০ জুলাই তাদের ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় 'কোমেন'র কারণে তা পিছিয়ে যায়।
কক্সবাজারস্থ বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বিরূপ আবহাওয়ার জন্য মিয়ানমার থেকে ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা স্থগিত করা হয়েছিল। পরে মিয়ানমার ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে ৫ আগস্ট তাদের ফেরত আনার সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই ২০১৫/শরীফ