স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে বিরোধী জোটের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে না। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা দেশে বোমাবাজি করে ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের আমরা ধরে থাকি। সেই কাজের অংশ হিসাবে গতকাল থেকে বেশ কিছু দুর্বৃত্তকে আটক করা হয়েছে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিশেষ কোনো অভিযান চলছে না।
রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। বিভিন্ন সময়ে দেশে ব্লগারদের ওপর হামলার মামলাগুলোর যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, একজন ব্লগারের ওপর হামলার ঘটনায় আসামিদের ধরা হয়েছে। আরেক ব্লগারের ওপর হামলার মামলায় চার্জশিট দেয়া হয়েছে। দুইজনের মামলায় বেশ অগ্রগতি হয়েছে। আমরা বসে নেই। গোয়েন্দারা কাজ করে যাচ্ছেন। তাড়াতাড়ি ভালো সংবাদ দিতে পারবো আশা করছি।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৫/ রশিদা