দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তৈরি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায়। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থিতা যুক্ত করে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫'র খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ