ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এবার ঘ ইউনিটের ১৪৬৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৯০ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৭৮ জন। এর মধ্যে ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন বিজ্ঞান অনুষদে ১ হাজার ৬২ টি আসনের বিপরীতে ২ হাজার ৮৮৫ জন, মানবিক অনুষদে ৪৮ টি আসনের বিপরীতে ১ হাজার ৭৪৭ জন আর বাণিজ্য অনুষদে ৩৬৫টি আসনের বিপরীতে ১ হাজার ৫৩৯ জন।
ভর্তিচ্ছুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU লিখে স্পেস দিয়ে Gha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবেন।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ