ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার পাস নম্বর তুলতে পারেননি ৯০ ভাগের বেশি শিক্ষার্থী। এতে পাস করেছে ৯.৯৮ শতাংশ শিক্ষার্থী। আর ইউনিটের দুই শাখায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দুই মাদ্রাসা শিক্ষার্থী।
পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৬.৩০। অন্যদিকে মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন আরেক মাদ্রাসার শিক্ষার্থী আবদুস সামাদ। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৬। ব্যবসায় শাখা থেকে প্রথম হয়েছেন তানভীর আহমেদ। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৩।
আজ সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এ বছর 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৯০ হাজার ১৩১ জন। পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৭৮ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩২ হাজার ৯৯৬ জন, মানবিক থেকে নয় হাজার ৫৬৩, ব্যবসায় শিক্ষায় ১৯ হাজার ৫২০ জন পরীক্ষায় অংশ নেন।
সম্মিলিতভাবে পাস করেছেন ছয় হাজার ১৭১ জন। এর মধ্যে বিজ্ঞানে দুই হাজার ৮৮৫ জন, মানবিকে এক হাজার ৭৪৭ জন ও ব্যবসায় শিক্ষায় এক হাজার ৩৯ জন পাস করেছেন। পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন ৫৫ হাজার ৯০৭ জন।
পরীক্ষার ফল জানতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
তা ছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে du gha
উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইট থেকে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
এ ছাড়া বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ