রাজধানীর কচুক্ষেত এলাকার চেকপোস্টে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মিলিটারি পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ঘাড় ও হাতে জখম নিয়ে ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলামকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
জানা যায়, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত এক এমপি (মিলিটারি পুলিশ) সদস্য বাহনটি থামান। তিনি রিকশার হাওয়া ছেড়ে দিতে গেলে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ সময় তল্লাশিচৌকির অন্যরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে এলে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পেছনে ধাওয়া করে আটক করা হয়। তবে আটক ব্যক্তির নাম জানা যায়নি।
এদিকে, এবিষয়ে ডিএমপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, মিলিটারি পুলিশের সদস্যের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, পরিকল্পিতভাবে করা হামলা শতভাগ ঠেকানো সম্ভব নয়। চেকপোস্টে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৫/ রশিদা