২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফলের তালিকা প্রকাশ করে।
এতে জানা যায়, এই শিক্ষাবর্ষে ৬৫৭টি কলেজে মোট ৫ লাখ ৪২ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করে এবং ৩০টি বিষয়ে মোট ৩ লাখ ২০হাজার ৯৫৩টি আসনের বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়। অর্থাৎ মোট আসনের ৭০.২২% শিক্ষার্থী ১ম মেধা তালিকায় স্থান পায়।
১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ২২ নভেম্বরের মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে অবশ্যই ২৫ নভেম্বর মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (nu
উল্লেক্ষ্য, আগামী ১ ডিসেম্বর থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ