ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে আটক থাকা নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে আজ বৃহস্পতিবার রাতেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।
এজন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে তাকে নিয়ে পুলিশ পেট্রাপোল বন্দরের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার নবীন সাহা। এরপর বেনাপোল বন্দরে বিএসএফ ও বিজিবির মাধ্যমে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সূত্রে জানায়, নূর হোসেনকে হস্তান্তরের বিষয়ে রাত ৯টায় জানাবে বিএসএফ। এরপরেই জানা যাবে তাকে আজ হস্তান্তর করা হবে নাকি কাল হস্তান্তর করা হবে।
এর আগে, গতকাল বুধবার উলফা নেতা অনুপ চেটিয়াকে যে প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করেই নূর হোসেনকে বাংলাদেশের কাছে তুলে দেয়া হবে বলে জানা যায়।
এ ব্যাপারে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘রাত ৯টার দিকে বিজিবি আমাদের জানাবে। তখন আমরা বুঝতে পারবো নূর হোসেনকে আজ নাকি কাল হস্তান্তর করা হবে।’
তিনি বলেন, ‘প্রথমে ভারতীয় পুলিশ তাকে বিএসএফ’র কাছে তুলে দেবে। বিএসএফ তাকে নিয়ে জিরো পয়েন্টে আসবে। সেখানে আসার পরে বিএসএফ তাকে বিজিবির হাতে তুলে দেবে। বাংলাদেশ সীমান্তে আসার পরে বিজিবি র্যাব বা পুলিশের কাছে তাকে তুলে দেবে।’
তবে কলকাতার একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে নূর হোসেনেকে বেনাপোল বন্দরে হস্তান্তর করা হতে পারে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব