ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে আটক থাকা নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে বহনকারী গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে গাড়িটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যবর্তী 'নোম্যানস ল্যান্ড'- এ অবস্থান করছিল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে তাকে নিয়ে পুলিশ পেট্রাপোল বন্দরের দিকে রওনা হয়।
সূত্রে জানায়, নূর হোসেনকে হস্তান্তরের বিষয়ে রাত ৯টার দিকে বিস্তারিত জানাবে বিএসএফ।
এর আগে, গতকাল বুধবার উলফা নেতা অনুপ চেটিয়াকে যে প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করেই নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ