আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে নূর হোসেনকে বহনকারী গাড়িটি নারায়ণগঞ্জে পৌঁছেছে। প্রথমে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রাখা হবে। এরপর দুপুরে নূর হোসেনকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
এর আগে আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়নগঞ্জ পুলিশ ও এ মামলার তদন্তকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভারত থেকে হস্তান্তরের পর, বেনাপোল সীমান্ত থেকে কঠোর নিরাপত্তায় শুক্রবার সকালে ঢাকার উত্তরার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১ কার্যালয়ে আনা হয়। হস্তান্তরের সকল প্রক্রিয়া শেষ করে তাকে নারায়ণগঞ্জ পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়।
র্যাব ১ এর লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, র্যাব ১ কার্যালয়ে নূর হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর পর বিশেষ কিছু প্রক্রিয়া শেষ করে তাকে নারায়নগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ভারত থেকে হস্তান্তরের পর বেনাপোল সীমান্ত থেকে কঠোর নিরাপত্তায় তাকে শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় র্যাব ১ কার্যালয়ে সরাসরি আনা হয়।
এর আগে নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভরতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিটে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ