আগামী ২০ নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ-১২) সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার আইক্যাপ-১২'র অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানানো হয়। অনিবার্যকারণবশত এ সম্মেলন স্থগিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়। পরে এ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তাও জানানো হয়নি।
চার দিনব্যাপী আইক্যাপ সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্মেলনে ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত থাকার কথা। প্রতি দুই বছর পর পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে এ সম্মেলনটি আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল অাইক্যাপ-১২'র শুভেচ্ছা দূত।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/ শরীফ