নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয় আইন-শৃঙ্খলা বাহিনী। বেলা আড়াইটায় আদালত প্রাঙ্গনে পৌঁছায় নূর হোসেনকে বহনকারী গাড়ি।
এর আগে শুক্রবার সকালে ঢাকার উত্তরার র্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে আনা হয়।
নূর হোসেনকে আনা ও আদালতে তোলাকে ঘিরে পুরো নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভারত থেকে হস্তান্তরের পর, বেনাপোল সীমান্ত থেকে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকার উত্তরার র্যাব-১ কার্যালয়ে আনা হয়। তার স্বাস্থ্য পরীক্ষা ও হস্তান্তরের সকল প্রক্রিয়া শেষ করে নারায়ণগঞ্জ পুলিশ ও মামলার তদন্তকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।
এসময় উপস্থিত ছিলেন- যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোকলেসুর রহমান, আলোচিত সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন, যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাব্বি হাশমি, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ