নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ১১টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালত থেকে সরাসরি তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয় আইন-শৃঙ্খলা বাহিনী। বেলা আড়াইটায় আদালত প্রাঙ্গনে পৌঁছায় নূর হোসেনকে বহনকারী গাড়ি। ১২ মিনিট পরই নূর হোসেনকে নিয়ে ফের কারাগারের উদ্দেশ্যে রওনা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২ টা ৫১ মিনিটে কারাগারের ফটক দিয়ে কারাগারের ভেতরে ঢোকে নূর হোসেনকে বহনকারী গাড়ি।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ