শিগগিরই বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এক্ষেত্রে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের সেতুবন্ধন হিসেবে ব্যবহার করা হবে বলে তিনি সেমিনারে উল্লেখ করেন।
শুক্রবার রাজধানীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত-২ দিনব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, 'শিগগিরই বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে বাস চলাচল শুরু হবে। যা এই অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। পাশাপাশি ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের সেতুবন্ধন হিসেবে ব্যবহার করা হবে।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব