সাভারে শুক্রবার গভীর রাতে একটি কালিমন্দিরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সাভার পৌর আড়াপারা উত্তরপারা মন্দিরে এ হামলা চালানো হয়।
মন্দির পরিচালানা কমিটি হামলার ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে কয়েকজন নেশাগ্রস্ত তরুণ মন্দিরে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে উপস্থিত সবাইকে মারধর শুরু করে। এসময় আহত হয় অন্তত পাঁচজন। পরে তারা মন্দিরের ডেকোরেশন ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা