প্যারিসের ৬টি স্থানে সিরিজ হামলার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সম্পর্কে তথ্য জানতে বা জানাতে হটলাইন চালু করেছে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। হটলাইন নম্বরটি হলো +৩৩১৪৬৫১৯০৩৩।
এইকসঙ্গে জঙ্গি হামলার ঘটনায় এখনো কোনো বাংলাদেশি হতাহত হয়নি বলেও দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।
এছাড়া, প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে যোগাযোগ করা যাবে প্যারিসে বাংলাদেশি কমিউনিটির দু’জনের মোবাইল নম্বরেও। এ দু’টি নম্বর হলো +৩৩৬৫১৩৬০২২২ (পিএম রেজা) ও +৩৩৬১৪৪৯৭০৯৫ (ওয়াহিদ ভার তাহের)।
শুক্রবার দিনগত রাতে থিয়েটার হল বাতাক্লঁ ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসহ ফ্রান্সের রাজধানী প্যারিসের ৬টি স্থানে সিরিজ হামলা চালায় আইএস। এসব ঘটনায় অন্তত ১২৮ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৯৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব