‘মুক্তবাজার অর্থনীতিতে ব্যাংকের সুদের হার বাজারের উপরের নির্ভরশীল। সুদের হার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
আজ মঙ্গলবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত ‘ব্যাংকিংখাতে ভোক্তা সুরক্ষা এবং বাংলাদেশের আর্থিক খাত’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, সুদের হারের বিষয়ে ভোক্তারা প্রায়ই অভিযোগ করেন। কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে ব্যাংকগুলোই সুদ হার নির্ধারণ করেন। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে সুদ কমানোর জন্য কিছু পরোক্ষনীতি গ্রহণ করা হয়েছে। কয়েকটি পুন:অর্থায়ন কর্মসূচি, বিদেশী উৎস থেকে ঋণ, ভালো ঋণ গ্রহীতাদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। আশা করছি এগুলো অব্যাহত থাকলে সুদের হার আরো কমে আসবে।
তিনি বলেন, শেয়ারহোল্ডারদের যথাযথ তথ্য নিশ্চিত করতে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের উপর বাংলাদেশ ব্যাংক নিবিড় পর্যবেক্ষণ করছে। তবে ক্ষুদ্রঋণ, ইন্সুরেন্স ও সিকিউরিটি মার্কেট এখনো সন্তোষজনক মানে পৌছেনি। তিনি এই বিষয়ে সতর্ক হতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান গোলাম রহমান, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন