দেশের মানুষের কথা বলার অধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের জিয়া মঞ্চ আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
ড. মঈন খান বলেন, দেশে গুম-খুন চলছে। মানুষের কথা বলার অধিকার নেই। সরকার বিরোধীদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে যাচ্ছে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না।
তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকোর আত্মদান বৃথা যেতে পারে না। কোকোর আত্মদান শক্তিতে রূপান্তরিত করে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেব।’
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। জনগণের জান-মাল নিরাপত্তাহীন। ১/১১ সামরিক জান্তা সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে।’
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব