জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইছমাত আরা সাদেক বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে না পেরে এখন মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করছেন। উনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন। যারা মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক সৃষ্টি করে তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রবিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 'অর্বাচিন' আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, কত বড় ধৃষ্টতা, সেদিনের ছেলে লন্ডনে বসে বঙ্গবন্ধু নিয়ে কটাক্ষ করে! যারা এই দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের এই বাংলাদেশে বিচার হবেই, তাদের এই বাংলায় ঠাঁই হবে না।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পাকিস্তানীদের দোসর ও প্রেতাত্মা আখ্যায়িত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইছমাত আরা সাদেক বলেন, যারা এই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের বাংলার মাটিতে থাকার অধিকার নেই। তিনি বলেন, পাকিস্তান যে ভাষায় কথা বলে, খালেদা ও তার ছেলেও সেই একই ভাষায় কথা বলে। তাহলে কি খালেদা-তারেক রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে এ দেশে রয়েছে।
আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় আরেক সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে তাদের এই দেশ থেকে বের করে দেওয়া উচিত।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ