আজ সোমবার সুন্দরবন পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরণপয়েন্টে পৌঁছানোর কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান এ তথ্য জানিয়েছেন। হিরণপয়েন্টে নেমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুন্দরবনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
এদিকে, তার আগমন উপলক্ষে বাগেরহাট ও খুলনার জেলা প্রশাসন এবং বনবিভাগ এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
সুন্দরবন ভ্রমণ শেষে একই দিন বিকেলে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে পটুয়াখালী যাবেন। সেখানে নবনির্মিত পায়রা সমুদ্র বন্দর ও সাগর কন্যা কুয়াকাটার দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখবেন তিনি।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ