ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে স্বাভাবিক হয়েছে। ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাট বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাশে কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ