বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০১৪ এর ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার শতকরা ৭৫ দশমিক ৬ শতাংশ।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬ হাজার ৫ শত ৯৫ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯ শত ৭৪ জন।
উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৭ হাজার ৮৪৫ জন, পাসের হার ৭৩ দশমিক ১৫। নারী শিক্ষার্থী ১৭ হাজার ১২৯ জন, পাসের হার ৭৭ দশমিক ১৬।
একই সঙ্গে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।
বাউবি'র সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার ফল পাওয়া যাবে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল www.bou.ac.bd ও সেমিস্টারভিত্তিক ফল www.exam.bou.edu.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে।
এসএমএসের মাধ্যমে ফল পেতে bou
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ