পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ১/১১-এর সময় এরশাদ জেলের হাত থেকে বাঁচতে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন কক্ষে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্যের জবাব দিতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এটা না করা হলে ‘মাইনাস থ্রি’ হতো। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মতো এরশাদকেও জেলে যেতে হতো। তিনি বলেন, এরশাদ তার ছেলে এরিকের নামে যে স্থায়ী আমানত করেছেন (এফডিআর) তার বৈধ অভিভাবক হিসেবে আমাকেই রেখেছেন। সেখানে কিন্তু তিনি তার ভাই জি এম কাদেরকে আইনি অভিভাবক করেননি। অথচ এখন জি এম কাদেরের কথায় তিনি জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে বলেন। এরশাদই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জি এম কাদেরকে মন্ত্রী করতে বলেছেন।
সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ দাবি করেন, জি এম কাদের নির্বাচন, সংসদ ও সরকারকে অবৈধ বলছেন। আবার পীরগঞ্জ ও নারায়ণগঞ্জে উপনির্বাচন করতে চেয়েছেন। মন্ত্রী হওয়ারও চেষ্টা করেছেন। ওনার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।
আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, আমি সাত বছর এরশাদের মন্ত্রী ছিলাম। যথেষ্ট স্বাধীনতা ভোগ করেছি। তাই এরশাদের সম্পর্কে এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলিনি। আজ বলতে বাধ্য হয়েছি। উনি আমার সম্পর্কে যা বলেছেন, তা সত্য নয়। যদিও উনি বলছেন, গণমাধ্যমে সঠিকভাবে তার বক্তব্য আসেনি। কিন্তু রেকর্ডে শোনা গেল, তিনি এভাবেই বলেছেন।
সম্প্রতি জামালপুর ও শেরপুরে দলের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে পৃথক অনুষ্ঠানে জাপার চেয়ারম্যান এরশাদ বলেন, ১/১১-এর ভূমিকার জন্য আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা