চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বেনজির আলী (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে গঙ্গা নদীর ঘাংনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেনজির আলী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ধুলুর ছেলে।
এলাকাবাসী জানান, বেনজির আলীর শরীরের নাভির নিচে বামপাশে গুলি লেগেছে। তবে, শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
অন্যদিকে, দুলর্ভপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য তোজাম্মেল হক এ বিষয়টির সত্যতা নিশ্চিত জানান, বিএসএফের গুলিতেই বেনজির নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, গুলিটি বেনজির আলীর শরীরের নাভির নিচে বামপাশে বিদ্ধ হয়েছে।
এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, বিষয়টি তাদের নজরে নাই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব