ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮০ বিলিয়ন মার্কিন ডলার চুরি ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশের অর্থনীতি রাবিশে পরিণত করার জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নর দায়ী। ৮০০ কোটি টাকা হ্যাক হয়ে যাওয়ার পরও তারা এখনো দায়িত্ব পালন করছেন কোন নৈতিক অধিকারে? অবিলম্বে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করছি।’
বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল অঙ্কের অর্থ লোপাটের ঘটনায় দেশের আর্থিক খাতে ব্যাপক ধস নামবে বলেও অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে আশঙ্কা প্রকাশ করেন রিজভী।
অর্থ জালিয়াতির ওই ঘটনায় ক্ষমতাসীনরা জড়িত—এমন দাবি করে রিজভী বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় ন্যক্কারজনক জালিয়াতির ঘটনা এটি। এই টাকা চুরিতে বর্তমান বাংলাদেশ সরকারের প্রভাবশালী মহল ও সংঘবদ্ধ চক্র জড়িত বলে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে। সরকারের লোক ছাড়া এত বড় জালিয়াতির ঘটনা কোনোভাবেই সম্ভব নয় বলে দেশবাসী বিশ্বাস করে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আবদুল লতিফ জনি প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব